সমাজবাদী পার্টির বড়ো নেতা যার নিজের নামের মধ্যে রাম আছে তিনি কয়েকদিন আগেই ভগবান রামকে বিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা চৌধুরী লোটন রাম নিষাদ বলেছিলেন ভগবান রাম কাল্পনিক চরিত্র। চৌধুরী লোটন রাম নিষাদ এর মতে ভগবান রাম শুধু কল্পনা মাত্র উনার কোনো অস্থিত ছিল না। সমাজবাদী পার্টির নেতা সরাসরি ভগবান রামের অস্থিতকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি রামকে মানেন না বলেও মন্তব্য করেছিলেন।
হিন্দুদের আরাধ্য ভগবান শ্রী রামকে নিয়ে এমন মন্তব্য করার জন্য এখন সমাজবাদী পার্টি নড়েচড়ে বসেছে। ভগবান রামকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার জন্য চৌধুরী লোটন রাম নিষাদকে পার্টির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন রাম নিষাদের স্থানে রাজপাল কাশ্যপকে পিছিয়ে পড়া বর্গের জন্য থাকা সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
পার্টির রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল জানিয়েছেন, অখিলেশ যাদবের সম্মতি নিয়ে এই সিধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাজপাল কাশ্যপ বলেছেন তিনি ১৫ দিনের মধ্যে তার পুরো টিম বানিয়ে ফেলবেন এবং দায়িত্বশীলভাবে কাজ শুরু করবেন।
প্রসঙ্গত, মিডিয়ায় সাথে কথা বলতে গিয়ে রামপাল নিষাদ বলেছিলেন, রাম বলে কেউ ভারতে জন্ম নেয়নি। লোটন রাম মিডিয়ার সামনে এসে বিজেপির উপরেও আক্রমন করেছিলেন। লটোন রামের বলেছিলেন, “বিজেপি নীচু জাতির মানুষদের অবহেলা করছে। এই ধরনের রাজনীতি উনি মেনে নেবেন না।”
তবে বিজেপিকে আক্রমন করলেও ভগবান শ্রী রামের উপর আপত্তিজনক মন্তব্য এখন তার জন্য বিপদ ডেকে এনেছে। ভগবান রামকে কাল্পনিক বলার দরুন সমাজবাদী পার্টি চৌদুরী লোটন রাম নিষাদকে শাস্তি দিয়েছে তথা পার্টির একটা বড়ো পদ থেকে অপসারণ করছে।
The post ভগবান রামকে কাল্পনিক বলার শাস্তি পেলেন লোটন রাম নিষাদ! পার্টির পদ থেকে অপসারণ করলেন অখিলেশ যাদব first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3grlDVd
Bengali News