জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের মামলা আরো একবার শিরোনামে আসতে শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের সমস্ত বড়ো পার্টি ধারা ৩৭০ পূর্নবহাল করার দাবিতে একজোট হওয়ার ঘোষনা করেছে। এর জন্য জম্মু কাশ্মীরের পার্টিগুলির তরফ থেকে শনিবার ঘোষণাপত্র জারি করেছে।
ঘোষনাপত্রে জম্মু কাশ্মীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার এবং ধারা ৩৭০ পুনরায় লাগু করার দাবি করা হয়েছে। কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং পূর্ব কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরম জম্মু কাশ্মীরের ৬ টি দলকে ঘোষনাপত্র প্রকাশের জন্য স্যালুট জানিয়েছেন। পি চিদাম্বরম জম্মু কাশ্মীরের নেতাদের দাবিকে সমর্থন জানিয়েছেন এবং খুশি ব্যাক্ত করেছেন। ধারা ৩৭০ পুনরায় লাগুর দাবিতে জম্মু কাশ্মীরের দুই বড়ো নেতা ফারুক আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতিও এগিয়ে এসেছেন।
পি চিদাম্বরম বলেছেন মুখ্যধারা ৬ টি দলকে স্যালুট জানাই যারা ৩৭০ কে আবার লাগু করার জন্য লড়াই শুরু করেছে। উনি রাষ্ট্রবাদীদের আলোচনা করে বলেছেন, তারা কেউ ইতিহাস পড়ে না বরং নতুন ইতিহাস লেখার চেষ্টা করে। চিদাম্বরম বলেছেন, ভারতের সংবিধানে রাজ্যগুলির জন্য বিশেষ দর্জা ও শক্তির অসিমিত বিতরণের অনেক উদাহরণ আছে।
চিদাম্বরম বলেছেন, যদি সরকার বিশেষ অধিকারের বিরুদ্ধে থাকে তাহলে নাগা ইস্যুকে কিভাবে সমাধান করবে। ৬ টি পার্টির মিলিত বক্তব্যে বলা হয়েছে, ৫ আগস্ট ২০১৯ এ যে সিধান্ত নেওয়া হয়েছিল তা জম্মু কাশ্মীর ও কেন্দ্র সরকারের সম্পর্কে ফাটল তৈরি করেছে। এটা জম্মু কাশ্মীরের শান্তিপ্রিয় লোকজনের জন্য পরীক্ষার সময়।
Every now and then, Congress leaders say:
"We will bring back Article 370 in J&K"
But did they ever say:
"We will bring back Kashmiri Pandits to J&K"?
Oh Hindu,
Never forget your enemy!— Mahesh Vikram Hegde (@mvmeet) August 24, 2020
প্রসঙ্গত জানিয়ে দি, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার ২০১৯ সালের ৫ আগস্ট ধারা ৩৭০ অপসারণ করেছিল। একইসাথে জম্মু কাশ্মীর ও লেহ নামের দুটি কেন্দ্রশাসিত এলাকার গঠন করে। সেই সময় জম্মুকাশ্মীরের বড়ো বড়ো নেতাকে হেফাজতেনেওয়া হয়েছিল।
The post কাশ্মীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, ধারা ৩৭০ আবার লাগু হোক: দাবিতে একজোট ৬ টি রাজনৈতিক দল first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2CSVCjN
Bengali News