অযোধ্যাঃ আজ দুপুর ১২ টা ১৫ মিনিট আর ১৫ সেকেন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাম মন্দিরের ভূমি পুজো করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, শ্রী রাম অভিজিৎ মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন আর আজ সেই মুহুরতেই শ্রী রাম মন্দিরের ভূমি পুজো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর রাজ্যপাল ওনাকে স্বাগত জানিয়েছেন। আরেকদিকে, রাম মন্দিরের পুজোর জন্য গোটা অযোধ্যা সেজেগুজে প্রস্তুত হয়েছে। ভগবান রামলালা বিভিন্ন রত্নের বস্ত্র দিয়ে সাজিয়ে গুজিয়ে তৈরি করা হয়েছে।
#WATCH live: PM Narendra Modi in Ayodhya for #RamTemple foundation stone laying ceremony. https://t.co/yo5LpodbSz
— ANI (@ANI) August 5, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ বছর পর আজ অযোধ্যায় মাটিতে পা রাখলেন। আজ তিনি ভূমি পুজোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন।
from India Rag https://ift.tt/30tTYyj
Bengali News