মুম্বাইঃ সাধুদের হত্যার মামলার ৯ দিন পর পালঘরের (Palghar) গড়চিঞ্চলে গ্রামে CRPF জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে উগ্র ভিড় দুজন সাধু সমেত তিনজনকে পিটিয়ে হত্যা করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার পরিস্থিতির কথা মাথায় রেখেই সেখানে CRPF জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
এলাকায় চিরুনি তল্লাশি জারি আছে, গ্রামে আসা যাওয়ার সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। CID এর টিম এই মামলায় এখনো পর্যন্ত ৫০ জনের কাছে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। শোনা যাচ্ছে যে, এই ঘটনার পর অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে।
উল্লেখ্য, পালঘরে দিন কয়েক আগে দুজন সাধু সমেত তিনজনকে হত্যা করা হয়েছিল। ওই মামলায় এখনো পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। ঘটনার সাথে সাম্প্রদায়িকতা না জুড়ে দেওয়ার আবেদনও করা হয়েছে।
মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, ঘটনায় গ্রেফতার ১০০ জনের মধ্যে একজনও মুসলিম নেই। আর এই কারণে একটি ভিড়ের হিংসাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার ঘটনার একবারে বেআইনি।
from India Rag https://ift.tt/2KtYX9d
Bengali News