পালঘরে ২ সাধুকে পিটিয়ে হত্যা নিয়ে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সংবাদমাধ্যম এই ঘটনায় নিঃশ্চুপ ছিল। জানিয়ে দি, পাঞ্জাবে এক সাধুর উপর আক্রমন করা হয়েছে কিন্তু সেই খবরকে ধামা চাপা দেওয়ার ভরপুর প্রয়াস চলছে। পাঞ্জাবের হোসিয়ারপুর পুস্পেন্দ স্বামীর উপর আক্রমন করা হয়েছে। তবে এই খবরকে পালঘরের খবরের মতো করেই ধাপচাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে পালঘরের ঘটনায় ভিডিও ভাইরাল হওয়ায় সমস্ত খবর দেশের সামনে চলে এসেছিল।
যারপর রিপাবলিক টিভির এডিটর ইন চীফ অর্নব গোস্বামী এর উপর কংগ্রেস সরকারকে ঘিরেছিলেন। অর্ণব গোস্বামী প্রশ্নঃ তুলে বলেন ভারতে ৮০% হিন্দু সনাতনী রয়েছে তা সত্ত্বেও এমন ঘটনা নিয়ে কেন সকলে নিশ্চুপ? তাহলে কি গেরুয়া পরিধান করা পাপ হয়ে গেছে- প্রশ্নঃ তোলেন গোস্বামী। সোনিয়া গান্ধী ইতালিতে এই সমস্ত সাধু হত্যার রিপোর্ট পাঠান বলে অভিযোগ তোলেন গোস্বামী।
Sibal says it is a settled position that once an FIR us lodged, and if on its reading an offence is made out then it cannot be quashed.
If someone has filed a complaint, police will investigate and find out if it can be prosecuted, @KapilSibal argues#SupremeCourt #Palghar
— Bar & Bench (@barandbench) April 24, 2020
https://platform.twitter.com/widgets.js
এখন মামলা আদালত অবধি পৌঁছেছে যেখানে কংগ্রেস পার্টি অর্নবকে গ্রেফতার করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। কংগ্রেস শাসিত রাজ্য গুলিতে কংগ্রেসের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অর্নব গোস্বামীকে ও উনার স্ত্রীর উপর কংগ্রেসের গুন্ডারা আক্রমন চালায় বলেও খবর এসেছিল।
আজ সুপ্রিম কোর্টে সোনিয়া গান্ধী অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ৩ বড় আইনজীবীর এক সেনা নামিয়েছিলেন। মহারাষ্ট্রের কংগ্রেস সরকার থেকে কপিল সিবাল রাজস্থানের কংগ্রেসের তরফ থেকে অভিষেক মনু সিংহভী এবং ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের পক্ষে বিবেক টানখা।
আদালতে কংগ্রেসের তিন আইনজীবী তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করেছিলেন, এর পরেও, অর্ণব গোস্বামীর আইনজীবীদের যুক্তি সোনিয়া গান্ধীর আইনজীবীদের যুক্তিকে ছাপিয়ে যায়। আদালতে কপিল সিবাল বলেন অর্ণব গোস্বামী একজন সাম্প্রদায়িক ব্যাক্তি। অর্ণব গোস্বামী সংখ্যালঘুদের উপর বিষ উগরে দেন বলেও মন্তব্য করেন কপিল সিবাল।
কপিল সিবাল বলেন, অর্ণব গোস্বামীর উপর FIR দায়ের করা হয়েছে তা সরানো উচিত নয়। তবে প্রাপ্ত খবর অনুযায়ী আদালত অর্নব গোস্বামীর গ্রেফতারের উপর ব্যান লাগিয়েছে।
from India Rag https://ift.tt/3eS5qsK
Bengali News