ছত্রপতি মহারাজের ভূমি মহারাষ্ট্রে এখন যে সমস্ত কান্ড ঘটছে তা যে কোনো ভারতীয়কে দুঃখিত ও আক্রোশ করেছে। জানিয়ে দি, মহারাষ্ট্রের পালঘরে দুই সাধুকে কট্টরপন্থীরা পিটিয়ে হত্যা করেছে। উন্মাদী কট্টরপন্থীদের বড় ভিড় জমা হয়ে পুলিশের সামনেই ২ জন সাধু ও গাড়ির ড্রাইভারকে হত্যা করেছে। ২ জন সাধু গুরুর শেষকৃত্যের জন্য এক গাড়িতে করে যাচ্ছিলেন। পথে উন্মাদীরা গুজব ছড়িয়ে দুইজন সাধু ও ড্রাইভারকে হত্যা করে। পুলিশের সামনেই কট্টরপন্থীরা গেরুয়া ধারণকারী ২ জন সাধু ও ড্রাইভারকে হত্যা করে।
জানিয়ে দি, সাধুদের হত্যাকাণ্ডের পর এখনও মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা শিবসেনার মুখ্যমন্ত্রী মুখ ফুটে একটাও শব্দ বলেননি। একইসাথে হত্যাকাণ্ডের পর সাধুদের শবদেহ খুবই অপমানজনকভাবে বহন করা হয়। এম্বুলেন্সের পরিবর্তে ধুলো মাখা এক গাড়িতে গেরুয়াধারণকারী সাধুদের শবদেহ বহন করা হয়। ভারত সাধু সন্ন্যাসী, ঋষি, মহাত্মার দেশ হিসেবে বিশ্বে খ্যাত।
2 Hindu saints of Juna Akhada killed by terrorist Mob in Palghar, Maharashtra
Total silence coz this is not mob lynching since they were Hindus https://t.co/o5idBfqlxF pic.twitter.com/IanRmndqAu
— Khushi Singh (@KhushiText) April 19, 2020
https://platform.twitter.com/widgets.js
তবে এখন ভারতে কট্টরপন্থীদের উৎপাতে ও রাজনৈতিক দগুলির সেকুলারিজমের কারণে যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনা নিয়ে সেকুলারবিদরাও মুখে কুলুপ আটকেছে। সেকুলারবিদ বুদ্ধিজীবীরা আফরোজ বা আব্দুল নামের চোরের উপর গণধোলাইকে মবলিনচিং বললেও সাধুকে পিটিয়ে খুনকে সাধারণ ঘটনা বলে চালিয়ে দেয়। মবলিনচিং এর নামে কিভাবে সেকুলারবিদরা কট্টরপন্থীদের তোষণ করেছে তা বহুবার চোখে পড়েছে।
Today they
Tomorrow youKeep silence as usual
Liberals not even condemning their lynching because they were #Hindus pic.twitter.com/PbV5pseSbE
— Khushi Singh (@KhushiText) April 19, 2020
https://platform.twitter.com/widgets.js
তবে দেশের নানা প্রান্তে জামাতির নিন্দা করে খুন হলে বা অন্য কারণে খুন হলে তা কোনো বুদ্ধিজীবীর চোখে পড়ে না। সাধু হত্যাকাণ্ডের পর সন্ন্যাসী সমাজ মহারাষ্ট্রের সরকারের উপর আক্রোশ প্ৰকাশ করেছে। একই সাথে অনেকে মহারাষ্ট্রের ভবিষ্যত নিয়েও চিন্তা প্রকাশ করেছেন।
from India Rag https://ift.tt/2RLUvXq
Bengali News