লখনউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ডিফেন্স এক্সপোতে (Defence expo) গিয়ে আধুনিক হাতিয়ার গুলো পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে আধুনিকা হাতিয়ার গুলো দেখেন আর ভার্চুয়াল শুটিং রেঞ্জে ফায়ারিংও করেন। এক্সপোতে উপস্থিত এক্সপার্টরা প্রধানমন্ত্রী মোদীকে হাতিয়ার গুলো সম্বন্ধ্যে অবগত করান। এরপর প্রধানমন্ত্রী মোদী সেখানে থাকা ভার্চুয়াল শুটিং রেঞ্জে গুলি চালান।
#WATCH Lucknow: Prime Minister Narendra Modi at a stall showcasing a virtual shooting range. #DefExpo2020 pic.twitter.com/KQTlfoUWG9
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
https://platform.twitter.com/widgets.js
উল্লেখ্য, ভার্চুয়াল শুটিং রেঞ্জ বিজ্ঞানের এমনই এক আবিস্কার যেখানে আপনি গুলি অপচয় না করেই নিশানা লাগাতে পারেন, আর নিজের নিশানা লাগানোর ক্ষমতার পরীক্ষা করতে পারেন। সেনার জন্য এই ট্রেনিং খুবই প্রয়োজনীয়।
বিশেষজ্ঞরা জানান, যেখানে প্রধানমন্ত্রী মোদী গেছিলেন সেখা ভার্চুয়াল শুটিং রেঞ্জ ছিল। ভার্চুয়াল শুটিং রেঞ্জ নিশানাবাজি অথবা সেনাদের বিনে যুদ্ধে গিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি বোঝানোর সঠিক জায়গা।
Prime Minister Narendra Modi at the #DefExpo2020 in Lucknow. pic.twitter.com/4Q25MbDO2b
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
https://platform.twitter.com/widgets.js
সেখানে সেনা নিজেদের যুদ্ধ করার কৌশলের পরীক্ষা করতে পারে। একটি রোমাঞ্চকর পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী সেখানে নিজের হাতে বন্দুক নিয়ে নিশানা লাগান।
from India Rag https://ift.tt/3bdoCiM
Bengali News