কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী দিল্লীর (Sonia Gandhi) গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন। সনিয়া গান্ধীকে রুটিন চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সনিয়া গান্ধীর নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ার পর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সনিয়া গান্ধীর সাথে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা ভঢড়াও উপস্থিত আছে।
#UPDATE Delhi: Congress interim president Sonia Gandhi is admitted to the hospital for a routine check-up. https://t.co/VVQNj3i2FZ
— ANI (@ANI) February 2, 2020
https://platform.twitter.com/widgets.js
আপনাদের জানিয়ে রকাহি, সনিয়া গান্ধীর শরীর কাল থেকেই অসুস্থ ছিল, আর এরজন্য তিনি শনিবার সংসদে বাজেট পেশের দিন উপস্থিত থাকতে পারেন নি। হাসপাতালের ডাক্তারেরা কংগ্রেসের সভাপতির চিকিৎসা করছে। চিকিৎসার পরেই পুরো ঘটনা সামনে আসবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/392d1kG
Bengali News