প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সফরে পৌঁছেছেন। সেখানে তিনি হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়ার বেলুর মঠে রামকৃষ্ণ মিশনে যান। সেখানে গিয়ে তিনি সন্ন্যাসীদের সাথে সাক্ষাৎ করেন। আর আজ রাতে তিনি বেলুর মঠেই থাকবেন।
Prime Minister Office (PMO): PM Narendra Modi is at Belur Math, where he is interacting with respected saints and seers. pic.twitter.com/MOJG2UzPhw
— ANI (@ANI) January 11, 2020
https://platform.twitter.com/widgets.js
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারেন্সি বিল্ডিং, বেলভেডিয়ার হাউস, মেটকফ হাউস আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে রাষ্ট্রের নামে সমর্পিত করেন। কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রালয় এই বিল্ডিং গুলোর মেরামতি এবং সাজ সজ্জার কাজ করেছে। এই অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের উদ্দেশ্যে ভাষণও দেন।
West Bengal: Prime Minister Narendra Modi meets saints and seers at Belur Math. pic.twitter.com/XQMqEjNhFB
— ANI (@ANI) January 11, 2020
https://platform.twitter.com/widgets.js
ওল্ড কারেন্সি বিল্ডিং এর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সংস্কৃতি আর সাহিত্য দিয়ে ভরা এই কলকাতার আবহাওয়ায় এসে মন আর মস্তিস্ক আনন্দে ভোরে যায়। এটা একপ্রকারে নিজেকে তরতাজা করা আর বাংলার বৈভবশালী শিল্প এবং সাংস্কৃতিক পরিচয়ের কাছে মাথা নোয়ানোর অবসর।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35Iep9V
Bengali News