-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১৭ তারিখে লঞ্চ হবে দেশের সবথেকে শক্তিশালী কমিউনিকেশন উপগ্রহ, বাড়বে ইন্টারনেটের স্পীড

- January 13, 2020

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)  ১৭ ই জানুয়ারি দেশের সবথেকে শক্তিশালী দূরসঞ্চার উপগ্রহ লঞ্চ করতে চলেছে। এই উপগ্রহ লঞ্চ হওয়ার পর দেশে কমিউনিকেশন ব্যবস্থা আর শক্তিশালী হবে। এই উপগ্রহের সাহাজ্যে দেশে নতুন ইন্টারনেট টেকনোলোজি আসবে বলে আশা করা হচ্ছে। এর সাথে সাথে গোটা দেশের কোনায় কোনায় মোবাইল নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে।

https://platform.twitter.com/widgets.js

ইসরোর GSAT-30 ইউরোপিয়ান হেভি রকেট এরিয়ান -5ECA ১৭ই জানুয়ারি ২ঃ৩৫ নাগাদ ছাড়া হবে। GSAT-30 এর ওজন প্রায় ৩১০০ কেজি। এটি ইনস্যাট স্যাটেলাইটের জায়গায় কাজ করবে। এটিকে ফ্রেঞ্চ গুগনা কোরোউ লঞ্চ বেস থেকে লঞ্চ করা হবে। GSAT-30 जीसैट सीरीज का बेहद ताकतवर संचार उपग्रह है जिसकी मदद से देश की संचार प्रणाली में और इजाफा होगा. अभी जीसैट सीरीज के 14 सैटेलाइट काम कर रहे हैं. इनकी बदौलत ही देश में संचार व्यवस्था कायम है.

GSAT-30 জিস্যাট সিরিজের সবথেকে শক্তিশালী কমিউনিকেশন উপগ্রহের মধ্যে একটি। আর এই স্যাটেলাইটের সাহায্য দেশে কমিউনিকেশক প্রণালি আরও শক্তিশালী হবে। GSAT-30 এর সাহাজ্যে দেশের কমিউনিকেশন প্রণালি, টেলিভিশন প্রসারণ, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ স্থাপন, আবহাওয়া তথ্য, প্রাকৃতিক দুর্যোগের সূচনা আর তল্লাশি এবং উদ্ধারকার্য চালানোর জন্য সুবিধা হবে।

এটি লঞ্চ হওয়ার পর ১৫ বছর পর্যন্ত পৃথিবীর উপরে ভারতের জন্য কাজ করবে। এই স্যাটেলাইটকে জিও ইলিপ্টিক্যাল অর্বিটে স্থাপিত করা হবে। এর মধ্যে দুটি সোলার প্যানেল থাকবে আর এই সোলার প্যানেলের মাধ্যমে এই স্যাটেলাইটকে শক্তি দেওয়া হবে।

দেশের পুরনো কমিউনিকেশন উপগ্রহ এখন অনেক পুরনো হয়ে গেছে। দেশের ইন্টারনেতটের নতুন টেকনোলোজি এসেছে। অপ্টিক্যাল ফাইবার বিছানো হয়েছে চারিদিকে। ৫জি তেও কাজ শুরু হয়েছে। আর এই কারণে বেশি করে স্যাটেলাইলটের প্রয়োজন। GSAT-30 স্যাটেলাইট এই প্রয়োজন গুলোকে পূরণ করবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/37XPW1Z
Bengali News
 

Start typing and press Enter to search