বহু দশক ধরে চলমান অযোধ্যা বিতর্কে শনিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অযোধ্যায় রাম মন্দির তৈরির পথ পরিষ্কার করেছে। কন্নড় একটি নিউজ চ্যানেল, অযোধ্যা মামলার প্রচারের সময় এমন কিছু উপস্থাপন করেছিল যা লোকেরা সোশ্যাল মিডিয়ায় দেখে খুশি হয়েছে। আসলে, কান্নাডা নিউজ চ্যানেল ‘পাবলিক টিভি’ অযোধ্যা মামলার পূর্ণ কভারেজ করেছিল এবং বিশেষ বিষয় হ’ল স্টুডিওর অ্যাঙ্কর পায়ে পাদুকা বা জুতো না পরেই সংবাদটি দেখিয়েছিলেন। অ্যাঙ্কর যিনি পাদুকা না পরে রাম মন্দির সংক্রান্ত খবর পরিবেশন করছিলেন তিনি ছিলেন পাবলিক টিভির প্রধান মিঃ রঙ্গনাথ।
অ্যাঙ্কর মিঃ রঙ্গনাথের এই অনন্য স্টাইলটি দেখে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংস্থা) বিএল সন্তোষ খুশি হয়ে ছবিটি টুইটারে শেয়ার করেছেন। বি এল সন্তোষ লিখেছেন- এটি এমন একটি দেশ যার অনুভূতিগুলি রামের সাথে জুড়ে রয়েছে।
শনিবার দিন সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় রায় ঘোষণা করেছে। যার সাথে সাথে ভারত থেকে ৫০০ বছরের এক বিতর্ক অবসান হয়েছে। আদালত মুসলিমদের আলাদা করে ৫ একর জমি দিতে বলেছেন। অন্যদিকে বিতর্কিত জমি রাম লালার সেটাও স্পষ্ট জানিয়েছে।
কেন্দ্রকে ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করে মন্দির নির্মাণ করার প্রকল্প তৈরি করতে বলেছে আদালত। আর সেই সংক্রান্ত খবর দেখাতে গিয়েই কন্নড় নিউজ চ্যানেলের অ্যাঙ্কর পায়ে জুতো ছাড়া অবস্থায় রাম মন্দির সংক্রান্ত খবর পরিবেশন করেন। জানিয়ে দি, ভারতবর্ষকে ভগবান রাম, কৃষ্ণের দেশ বলা হয়। ভারতের প্রত্যেক প্রান্তে ভগবান রামের প্রতি একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের ভগবান রামের উপর দারুণভাবে চর্চা হয়। কারণ দক্ষিণ ভারতে বিদেশী আক্রমণের প্রভাব কম থাকায় সেখানে ধর্মের শিকড় খুবই মজবুত।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33AG3FL
Bengali News