-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হরিয়ানা Exit Poll: বড় জয়ের পথে বিজেপি, ফের হারের মুখ দেখতে চলেছে কংগ্রেস

- October 21, 2019

হরিয়ানায় ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার এক্সিট পোলের (Exit Poll) রেজাল্ট সামনে এসেছে। প্রায় সমস্ত এক্সিট পোলেই বিজেপির সরকার হচ্ছে দেখা যাচ্ছে। বেশিরভাগ সমীক্ষাতে বিজেপি বাম্পার জয় হাসিল করে নিচ্ছে। আবার কিছু ভিভিআইপি আসনেও সমীক্ষা করা হয়েছে। যেখানে কিছু দিগগজ নেতার হাত থেকে জয় ফসকাচ্ছে।

হরিয়ানার ভিভিআইপি আসনে প্রথম নাম্বার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। মনোহর লাল খট্টর বিজেপির টিকিটে করনাল আসন থেকে নির্বাচনে লড়ছেন। মনোহর লাল খট্টর বিপুল ভোটে জয়ী হবেন বলে দেখাচ্ছে সমীক্ষা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুড্ডা কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়ছেন। তিনিও এই সমীক্ষায় জিতছেন বলে দেখা যাচ্ছে। হরিয়ানার চরখি আসন থেকে বিজেপির তথা কুস্তিবীর ববিতা ফোগাত হারতে পারেন। ২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত কুস্তিবীর যোগেশ্বর দত্ত হরিয়ানার সোনিপথ আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন। সমীক্ষা অনুযায়ী, উনিও হারতে পারেন।

আরেকদিকে হরিয়ানার মোট আসনের সমীক্ষার কথা বললে। আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। হরিয়ানার ৯০ টি আসনের মধ্যে ৭৫ টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি। আরেকদিকে কংগ্রেসের হাতে মাত্র ১০ টি আসন আসতে পারে। এছাড়াও হরিয়ানার আরেকটি বিরোধী দল জেজেপি মাত্র দুটি আসন পেতে পারে। এছাড়া অন্যান্যরা ৩ টি আসনে জয়লাভ করতে পারে।

আজ মহারাষ্ট্রেও ভোট দান হয়েছে। সেখানকার সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ৭২ টি আসনে এই সমীক্ষা করা হয়েছে। মহারাষ্ট্রের ১০ হাজার ৮০০ মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন। মুম্বাইতে বিকেল ৫ টা পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পড়েছে। সমীক্ষায় এনডিএ ২৪৩ পাবে। ইউপিএ মাত্র ৪১ টি আসন পাবে। অন্যান্যদের খাতায় ৬ টি আসন। এক্সিট পোলে শিবসেনা ১০২ টি আসন পাবে বলে দেখা যাচ্ছে। বিজেপি ১৪১ টি আসন পাবে। এক্সিট পোলে কংগ্রেস ১৭ টি আসন পাব বলে জানা যাচ্ছে। কংগ্রেসের সহযোগী দল এনসিপি এর খাতায় ২২ টি আসন আসতে চলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33RXz7Q
Bengali News
 

Start typing and press Enter to search