ভারতীয় সেনাকে প্রথম বার ভারতেই বানানো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হচ্ছে। জম্মু কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিজনে যুক্ত সেনাদের হাতে এই জ্যাকেট তুলে দেওয়া হবে। এই জ্যাকেট নির্মাতা কোম্পানি এসএমপিপি প্রাইভেট লিমিটেড এর তরফ থেকে মেজর জেনারেল অনিল অবেরয় বলেন, সময়ের আগেই তিনি সেনার হাতে সব জ্যাকেট তুলে দেবেন। সরকার দ্বারা এই অর্ডার সম্পূর্ণ করার জন্য কোম্পানিকে ২০২১ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু কোম্পানি ২০২০ এর মধ্যে সব জ্যাকেট বানিয়ে দেবে জানিয়েছে।

অবেরয় বলনে, প্রথম বছরে তিনি সেনার জন্য ৩৬ হাজার জ্যাকেট বানিয়েছিলেন, কিন্তু কোম্পানি এবার এই লক্ষ্য থেকে এগিয়ে আছে। দেশে নির্মিত এই জ্যাকেট স্টিল দিয়ে বানানো হবে, যেটি গুলির মার সহ্য করতে পারবে। এর মানে এই যে, এই জ্যাকেট পড়লে একে-৪৭ আর অন্যান্য বন্দুকের গুলি সেনাকে ছুঁতে পারবেনা। বর্তমানে এই জ্যাকেট গুলোকে কানপুরে সেন্ট্রাল অর্ডিন্যান্স কোম্পানিতে পাঠানো হয়েছে। আর সেখানে থেকে অতিসত্বর জম্মু কাশ্মীরে পাঠানো হবে।

গত বছর প্রতিরক্ষা মন্ত্রালয় সেনার জন্য লাইট ওয়েট বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য এসএমপিপি এর সাথে ৬৩৯ কোটি টাকার চুক্তি করেছিল। এই চুক্তিতে সেনার হাতে ১.৮৬ লক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্যাকেট তুলে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রালয় জানায়, এই প্রোজেক্টের কারণে সরকারের মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট ও এগিয়ে যাবে।
এই বুলেটপ্রুফ জ্যাকেট গুলোকে বরেন কার্বাইট সেরেমিক দিয়ে তৈরি করা হয়েছে। এটি সুরক্ষার জন্য সবথেকে হালকা আর উন্নত মানের ম্যাটেরিয়াল। এই জ্যাকেট গুলো জওয়ানদের শরীরকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত সুরক্ষা দেবে, যুদ্ধ আর অ্যান্টি টেরর অপারেশনে এই জ্যাকেট গুলোকে ব্যাবহার করা হবে। মড্যুইল পার্ট দিয়ে তৈরি হওয়ার কারণে এই জ্যাকেট নমনীয় আর পড়তে সুবিধাজনক হবে। সেনা অনেক বছর ধরেই বুলেটপ্রুফ জ্যাকেট আর উন্নত হাতিয়ারের দাবি করে আসছিল। আর এর মধ্যে এই জ্যাকেট গুলো সেনাকে আধুনিককরণ এর দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35NHhik
Bengali News