-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হজ হাউসগুলির নাম পরিবর্তন করার সিধান্ত যোগী সরকারের! APJ আবদুল কালামের নামে করা হবে নামকরণ।

- October 18, 2019

উত্তরপ্রদেশের যোগী সরকারের নাম পরিবর্তনের জন্য প্রায় সময় সংবাদের শিরোনামে থাকে। অবশ্য অনেকে প্রশ্নঃ তোলে যে, নাম পরিবর্তন এর প্রয়োজনীয়তা কি? আসলে বাবর আকবর ইত্যাদি ভারতের জন্য চোর তথা অবৈধঅনুপ্রবেশকারী। তাই তাদের দেওয়া নাম মুছে ফেলাই উচিত কাজ। আরো সহজ ভাষায় বললে, ধরুন আপনারা বাড়িতে কোনো চোর ঢুকে আপনার জিনিসপত্র নষ্ট করলো। এরপর আপনি ওই চোরকে তাড়ানোর পর কি বাড়িকে নিজের মতো করে সাজাবেন না? কিন্তু ভারতে এখনও অবধি বিদেশী আক্রমনকারীদের সন্মান দিয়ে রাখা হয়েছে। যা অত্যন্ত লজ্জাজনক। ভারতে অনেক রাস্তার নাম আজও বিদেশী আক্রমনকারীদের নামে।

আজও কলকাতায় চোরেদের রানি তথা ভিক্টরিয়ার নামে ভিক্টরিয়ার মেমোরিয়াল রাখা রয়েছে। যেখানে মানুষ গিয়ে ডাকাত রানী ভিক্টরিয়ার সাথে সেলফি তোলে। যে ভিক্টরিয়ার নির্দেশে ভারতীয়দের সব সম্পত্তি লুট করা হয়েছিল। তবে উত্তরপ্রদেশের যোগী সরকার বিদেশী আক্রমনকারীদের নাম উত্তরপ্রদেশ থেকে মুছে ফেলার উপর কাজ করছে। একইসাথে নামকরন ভারতীয় মনিষীদের নামে করা হচ্ছে। এখন উত্তরপ্রদেশ থেকে একটা বড়ো খবর সামনে আসছে।

প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরপ্রদেশের সমস্থ হজ হাউসগুলির নাম পরিবর্তন করা হবে। এরজন যোগী সরকারের মন্ত্রী যোজনা ভবনের বৈঠকে এক প্রস্তাব রেখেছেন।প্রস্তাবে বলা হয়েছে সমস্থ হজ হাউসের নাম পূর্ব রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের নামে রাখা হবে। বর্তমানে লখনউতে যে হজ হাউস আছে তা মৌলানা আলী মিঞার নামে রয়েছে। অবশ্য সরকারের এমন সিধান্ত এ খুশি নয় মুসলিম ধর্মগুরুরা। তারা আব্দুল কালামের নামে হজ হাউসের নামকরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।গাজিয়াবাদ ও বারাণসীতে যে হজ হাউস আছে সেগুলির নাম পরিবর্তন করার জন্যেও প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35Pzv7p
Bengali News
 

Start typing and press Enter to search