
মোদী সরকার দ্বারা তিন তালাক বিরোধী আইন বানানোর পর, আজ নির্যাতিত দের জন্য আরেকটি খুশির খবর এলো। আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের রাজধানী লখনউতে তিন তালাকে নির্যাতিত মহিলাদের সাথে সাক্ষাৎ করবেন। তাঁদের আগামী পরিকল্পনা সমন্ধ্যে জানবেন যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রতিটি জেলা থেকেই তিন তালাকে নির্যাতিতই মুসলিম মহিলাদের লখনউ ডাকা হয়েছে। লখনউতে আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংখ্যালঘু বহুল এলাকা গুলোতে স্কুল, ইন্টার আর ডিগ্রি কলেজ, পলিটেকনিক আর হোস্টেল গড়ার ঘোষণা করবেন।
পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে উত্তর প্রদেশের প্রতিটি জেলা থেকে তিন তালাক পাওয়া মহিলাদের লখনউ নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে। এরা সেই নির্যাতিত মুসলিম মহিলা, যারা তাঁদের স্বামীর থেকে তিন তালাক পেয়ে থানায় মামলা দায়ের করিয়েছিল। এগুলোর মধ্যে কয়েকটি মামলা এমনও আছে, যেগুলো নিকাহ এর মাত্র কয়েক ঘণ্টা পরেই কোন না কোন কারণে তাঁদের তিন তালাক দিয়ে দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকাল ১০ টা থেকে তিন তালাক পাওয়া মহিলাদের সাথে সাক্ষাৎ শুরু করেছেন। ওনার এই সাক্ষাৎ ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠান গোমতি নগরে হচ্ছে। এই অবসরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১৪ টি ইন্টার কলেজ, ১৫ টি রাজকীয় ইন্টার কলেজ, ৫ টি রাজকীয় মহিলা ডিগ্রি কলেজ, ১০ টি রাজকীয় আইটিআই, ১ টি পলিটেকনিক কলেজ, ২ টি হোস্টেল, ২ টি হাইস্কুল, ১ টি আপার প্রাইমারি আর ৭টি প্রাইমারি স্কুলের শিলন্যাস আর উদ্বোধন করবেন। এর সাথে সাথে তিনি জলের সাথে যুক্ত কয়েকটি প্রকপ্লের শিলন্যাস আর উদ্বোধন করবেন। সবথেকে বড় ব্যাপার হল, এগুলো সব সংখ্যালঘু এলাকায় করা হবে, আর তিন তালাকে নির্যাতিত মুসলিম মহিলা এবং মুসলিম মহিলাদের প্রাধান্য বেশি করে দেওয়া হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2n6zTwN
Bengali News