হরিয়ানার পালওয়ালে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন খুনি গুলি চালিয়ে এক গো-রোকক্ষকের হত্যা করে। মৃত ব্যক্তির নাম গোপাল এবং তিনি হোদল থানা এলাকার সন্ধহাদ গ্রামের বাসিন্দা। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবর অনুযায়ী, গো-রক্ষক গোপালের ৩ জন বাচ্চা রয়েছে। দৈনিক জাগরনে প্রকাশিত খবর অনুযায়ী, গোপাল গো-রক্ষক দলের সাথে যুক্ত করেছেন। ইনি বহুবার গরু পাচাকারীদের হাত থেকে গো রক্ষা করেছেন।
গোপাল সোমবার একটা সূত্র থেকে গরু পাচারের খবর পেয়েছিলেন। গো রক্ষার জন্য গোপাল তার বাইক নিয়ে বেরিয়ে ছিলেন। কিন্তু কট্টরপন্থী গো-পাচারকারীরা পশুপ্রেমী গোপালকে গুলি মেরে হত্যা করে। এই ঘটনার পর পালওয়ালে অঞ্চলের হাসপাতালে গোপালের শবদেহ নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে এলাকার লোকজন এসে জড়ো হয়। উপস্থিত ভীড় অপরাধীকে ধরার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশ জনগণকে আশ্বাস দেয় যে, গরু পাচারকারীদের গ্রেফতার করা হবে।
গো-রক্ষককের হত্যাকে কেন্দ্র করে মেনস্ট্রিম মিডিয়া মুখে লাগাম লাগিয়েছে বলেও অভিযোগ উঠেছে। কুকুর বাঁচালে তাকে পশুপ্রেমী, বাঘ-সিংহ রক্ষার জন্য লড়াই করলে তাকে পশুপ্রেমী কিন্তু গো-রক্ষা করলে তাদের দাঙ্গাবাজ বলে দেওয়া বলে অভিযোগ। মিডিয়া পরোক্ষভাবে পাচারকারীদের সমর্থন করে বলে দাবি উঠেছে। অভিযোগ এক গো-রক্ষকের হত্যা করা হয়েছে এই খবরকে গোপনেরও প্রয়াস চলছে। মিডিয়ার এক তরফা খবর পরিবেশনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ চলছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/330tGTj
Bengali News