জম্মু আর কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা তুলে দেওয়া এবং রাজ্য থেকে ৩৭০ ধার বিলুপ্ত করে দেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তে চিন্তাগ্রস্ত পাকিস্তান এবার নিজেদের কথা তুলে ধরার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করতে চলেছে। আর সেই ক্রমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি পাকিস্তানের হিন্দু এবং অনান্য সংখ্যালঘু সম্প্রদায়ের শরণে গিয়ে একটি জনসভা করবেন, আর স্কেহানে কাশ্মীর নিয়ে নিজের চিন্তাভাবনা ব্যাক্ত করবেন।
আপানদের জানিয়ে রাখি, আমেরিকা, রাশিয়া, চীন এবং সংযুক্ত রাষ্ট্র কাশ্মীর নিয়ে পাকিস্তানের কোনরকম কথাকে পাত্তাই দিচ্ছেনা। যদিও চীন একবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের সমর্থনে কাশ্মীর ইস্যু তুলেছিল। কিন্তু সেখানেও বেইজ্জত হয়েছে পাকিস্তান আর চীন। সমস্ত দেশ এবং রাষ্ট্রপুঞ্জ পরিস্কার জানিয়ে দিয়েছে যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ মামলা। আর এটা নিয়ে তাঁরা নাক গলাবেনা। এর থেকে দুই দেশকে আলোচনায় বসে এই মামলার সমাধানের কথা বলেছে তাঁরা। ‘রোজনামা পাকিস্তান” এর রিপোর্ট অনুযায়ী, ইমরান খান সিন্ধ্য প্রদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা উমরকোটে আগামী ৩১ আগস্ট সফরে যাবেন। আর সেদিন সেখানে তিনি একটি জনসভা করবেন।
রিপোর্টে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী ইমরান খান সিন্ধু প্রদেশে থাকা হিন্দু এবং বাকি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নিজের সহমর্মিতা দেখানোর জন্য ৩১ আগস্ট উমরকোটের সফরে যাবে, আর সেখানকার প্রসিদ্ধ শিব মহাদেব মন্দিরের পাশে একটি মাঠে জনসভা করবেন। ওই সভায় হিন্দু এবং অনান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় হওয়ার আশা প্রকাশ করছেন তিনি। এই জনসভায় পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং অনান্য মন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Mw2Kpx
Bengali News