-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রাহ্মণ সেজে হিন্দু মেয়েকে বিয়ে করে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট মুসলিম ব্যাক্তি!

- June 01, 2019


একজন একাধিক বিয়ে করে সেটা তো আপনি শুনেইছেন, কিন্তু আজ আপনাদের এমন এক ঘটনা জানাচ্ছি, যেখানে বরযাত্রী থেকে বর এর মা বাবা সবাই ভুয়ো। এই ঘটনা রাজস্থানের সিকর (Sikar) এলাকার। যেখানে এক চালাক মুসলিম ব্যাক্তি সিনেমার স্টাইলে নকল বাবা মা নিয়ে হিন্দু মেয়ের সাথে বিয়ে করে ফেলে। অভিযোগ সিকরের তিন বাচ্চার বাবা ইমরান খান নিজের নাম বদলে কবির শর্মা রেখে, এক হিন্দু যুবতীকে বিয়ে করেন। বিয়ের আগে মেয়ের বাড়িতে ভরসা যোগানোর জন্য ওই ব্যাক্তি নকল মা-বাবাও জোগাড় করে ফেলে। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যাক্তি ভুয়ো চাচা-চাচি আর মামা-মামিও বানিয়ে ফেলে।

কবির শর্মা নাম নিয়ে অভিযুক্ত ব্যাক্তি নকল পরিবারের সাথে মেয়ের বাড়িতে পৌঁছে আশীর্বাদও নিয়েছিলেন। আশীর্বাদের পর যুবতীর পরিবারের লোক ওই ব্যাক্তিকে তাঁর পরিজনের সাথে দেখে বিশ্বাস করে এবং বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর অভিযুক্ত ব্যাক্তি ভুয়ো পরিবারের সাথে মিলে যুবতীর বাড়িতে গিয়ে বিয়েও করে ফেলেন।

অভিযুক্ত ব্যাক্তি শুধু পরিচয় লুকিয়েই বিয়ে করেন নি, যুবতীর বাড়ি থেকে ১১ লক্ষ টাকার পণ ও নিয়েছিলেন। আর দুর্ভাগ্যবশত এটা কেউই বুঝতে পারেনি। নিজেকে জয়পুরের বাসিন্দা বলে পরিচয় দেওয়া ইমরানের কেচ্ছা তিন মাস পর সবার সামনে আসে। আর এই ঘটনা সামনে আসার পরেই যুবতীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সে বুজতে পারে যে, তাঁর সাথে কতবড় চিটিংবাজি হয়ে গেছে।

এই ঘটনা সামনে আসার পর যুবতীর পরিবার থেকে অভিযুক্ত ইমারানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে, আর তাঁরা বলে যে, অভিযুক্ত আগে থেকেই বিবাহিত এবং তাঁর তিনটে সন্তান আছে। যুবতীর পরিবারের অনুযায়ী, অভিযুক্ত ইমরানের তিনটি সন্তান আছে, তাঁরা জয়পুরে থাকে।  আর ইমরান শিকরে একটি মোটর কোম্পানি তে কাজ করে। যুবতীর পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হওয়া পর, পুলিশ অভিযুক্ত ব্যাক্তির খোঁজে লেগে পড়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Mk7GyB
Bengali News
 

Start typing and press Enter to search