লোকসভা ভোটের আগে সুখবর বিজেপির জন্য। আজ দিল্লির বিজেপি অফিসে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাবেদ হাবিব। বিজেপিতে যোগ দিয়ে উনি বলেন, ‘ আমি এতদিন চুলের চৌকিদার ছিলাম। এবার থেকে দেশের চৌকিদার হলাম।”
স্বভাবতই লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন লাগাচ্ছে বলিউড এবং অন্যান্য দলের নেতা, নেত্রীরা। জাভেদ হাবিব বলিউডের সেরা হেয়ার স্টাইলিস্ট হিসেবেই পরিচিত।
এর আগে বলিউডে বাদশা শাহরুখ খান, ওনার সিনেমা ‘বিল্লু বার্বার” এর প্রচারের সময় জাভেদ হাবিবকে সাথে নিয়ে বেরিয়েছিলেন।
জাভেদ বলেন, ‘ আমি বিজেপিতে যোগ দিয়ে খুশি। বিগত পাঁচ বছর আমি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে অনেক উন্নতি দেখেছি। আমার ধারণা একটাই যে, দেশের কেউ যেন তাঁর কর্মজীবন নিয়ে লজ্জা না পায়। দেশের প্রধানমন্ত্রী গর্ব করে নিজেকে চা ওয়ালা বলেন, তাহলে আমি কেন নিজেকে ‘নাপিত” বলতে লজ্জা পাবো?”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IM8E3b
Bengali News