সংবাদ সংস্থা এএনআই এর অনুযায়ী, শোপিয়ান জেলার গহান্ড এলাকায় জঙ্গিদের সাথে সংঘর্ষ করছে সেনা। গোপন সুত্রে খবর পাওয়ার পরেই ভারতীয় সেনা ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এখন গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা।
এর আগে শুক্রবার পুঞ্ছ সেক্টরে পাকিস্তানি সেনা সিজ ফায়ার লঙ্ঘন করে সেনা ছাউনি আর জনবসতি পূর্ণ এলাকা গুলোকে নিশানা বানায়। পাক সেনার সিজ ফায়ার লঙ্ঘনে দুই মহিলা সমেত তিন গ্রামবাসী গুরুতর আহত হন।
পাক সেনার এই সিজ ফায়ার লঙ্ঘনে অনেক গ্রামবাসীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সন্ধ্যে পর্যন্ত থেকে থেকে সিজ ফায়ার লঙ্ঘন করে যায় পাক সেনা। পাক সেনার গুলির জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনা।
কদিন আগেই ভারতীয় সেনার হানায় পাক সেনা ছাউনি ধ্বংস হয়ে যায়। অবশেষে আতঙ্কে নিজেদের দেশের পতাকা উল্টো টাঙাতে বাধ্য হয় পাক সেনা। কিন্তু এরপরেও ওদের সিজ ফায়ার লঙ্ঘন করার ঘৃণ্য চক্রান্ত বন্ধ হয়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X5bTXm
Bengali News