পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মোহম্মদ কুরেশি আবার ভারতের তরফ থেকে হামলার শঙ্কা প্রকাশ করলেন। উনি বলেন, উনি বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছেন যে, ভারত আবার পাকিস্তানে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের মুলতানে একটি প্রেস মিটিংয়ে কুরেশু বলেন, ‘ বিশ্বস্ত সূত্র অনুযায়ী, ভারত আরও একবার পাকিস্তানে হামলার জন্য তৈরি আছে।”
Geo News এর অনুসারে কুরেশি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত ১৬ই এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে হামলা কোর্টে পারে। আমাদের কাছে গোপন তথ্য আছে এই নিয়ে। কুরেশির অনুসারে, পাকিস্তানের বিরুদ্ধে সৈন্য অভিযানকে সঠিক প্রমাণ করার জন্য। পুলওয়ামার মত একটি নতুন ঘটনা ভারত দ্বারা পাকিস্তানের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য তৈরি করা হচ্ছে।
কুরেশি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান এর সাথে কথা বলার পর আমরা পাকিস্তানের মানুষদের সাথে সাথে আন্তর্জাতিক মঞ্চেও এই তথ্য সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রকে তথ্য দেওয়া আমাদের নীতির মধ্যে পড়ে।
কুরেশির অনুসারে, এখন যুদ্ধের কোন আশঙ্কা নেই। উনি সংযুক্ত রাষ্ট্র আর আন্তর্জাতিক গোষ্ঠী গুলোকে নিজেদের এলাকায় শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান। কুরেশি বলেন, ‘পাকিস্তান সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের পাঁচ সদস্যের দেশ (চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন আর আমেরিকা) কে ভারতের এই পরিকল্পনা নিয়ে জানিয়ে রেখেছে।”
কুরেশি বলেন, এই মামলার উপায় বের করার জন্য ইমরান খান লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর উনি এও চেষ্টা করছেন যে দুই দেশের মধ্যে যেন আগের মত কথাবার্তা শুরু হয়। পাকিস্তানের মন্ত্রী জানায়, শান্তি আর দুই দেশের আর্থিক সমৃদ্ধির জন্য পাকিস্তান আবার ভারতকে কথাবার্তার জন্য আমন্ত্রণ জানাবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2I6eYmr
Bengali News