২৬ শে ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্থানের বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। সেই সময় মিডিয়া সূত্রে খবর এসেছিল যে ৩০০ জন আতঙ্কবাদী শেষ হয়ে গেছে। এরপর একটা রিপোর্টে সামনে আসে যে স্থানে স্ট্রাইক করা হয়েছে সেখানে ৩০০ টি মোবাইল ফোন সক্রিয় ছিল। এয়ার স্ট্রাইকের পর দেশের বহু রাজনৈতিক নেতারা দেশের সেনা ও সরকারের থেকে প্রমান চাইতে নেমে পড়েছিল।
বহু নেতারা পাকিস্থানের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করেছিল। নবজোত সিং সিদ্ধু, মমতা ব্যানার্জীর মতো নেতা নেত্রীরা পাকিস্থানের মিডিয়াতে ছেয়ে ছিলেন। তবে সেই সময় বায়ুসেনার প্রমুখ ধানওয়া সাফ বলেন যে স্ট্রাইক সঠিক স্থানে হয়েছে। আর এখন স্ট্রাইকের প্রমান আসতেও শুরু হয়ে গেছে।
BIG EXCLUSIVE newsbreak on air strike | For the 1st time after air strike, TIMES NOW accesses Balakot kill count. 263 terrorists were present on Jaba top; NAMES of terror trainers and preachers revealed. Terrorists assembled for various terror courses. | #BalakotKillCount pic.twitter.com/BBBbU9U3x2
— TIMES NOW (@TimesNow) March 11, 2019
জবা টপ স্থানে মাসুদের মাদ্রাসা ছিল যেখানে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হতো। ভারতীয় সেনা এই স্থানে এয়ার স্ট্রাইক করেছিল। এখানে ২৬৩ জন আতঙ্কবাদী ছিল বলে এখন খবর আসছে। পাকিস্থানের কমপক্ষে ২৬৩ জন আতঙ্কবাদী মারা গেছে এটা নিশ্চিত হওয়া গেছে। যার রিপোর্ট এখন সমস্থ মিডিয়ার কাছে চলে এসেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Hf0Iay
Bengali News