আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য এবং জাতীয় স্তরে সিপিএম কংরসের জোট নিয়ে ক্রমশ্য ধোঁয়াশা বেড়েই চলেছে। আর তাঁর মধ্যে কংগ্রেসের দিজ্ঞজ নেতা অধীর চৌধুরীর গলায় বাকি কংগ্রেসের নেতাদের করা মন্তব্যের উল্টো সূর শোনা গেলো।
তিনি দিল্লি থেকে রাহুল গান্ধীর সাথে দেখা করে এসে জোট নিয়ে কিছু বলতে না চাইলেও এয়ার স্ট্রাইক নিয়ে সেনা অথবা ভারত সরকারের উপর কোন সন্দেহ প্রকাশ করেন নি। উনি সেনার পরাক্রম নিয়ে বেশি আশাবাদী। এবং ভারতীয় সেনার কাজের উপর কোন সন্দেহ প্রকাশ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
কংগ্রেস সমেত দেশের অনেক নেতা/নেত্রীরা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু পাকিস্তানের সেনা এবং জঙ্গি জৈশ ও স্বীকার করেছে যে ভারত এয়ার স্ট্রাইক করেছিল। সেটা মানতে নারাজ মোদী বিরোধীরা। তাঁরা সেনা এবং সরকারের উপর প্রশ্ন তুলে এয়ার স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছেন।
কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তাঁদের রাস্তায় না হেঁটে, সেনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিন তিনি বিমান বন্দর থেকে বলেন, ‘ এয়ার স্ট্রাইক সেনাবাহিনীর বিষয়। যা বলার তাঁরাই বলবেন।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XCXtyY
Bengali News