জম্মু কাশ্মীরের ত্রালে জঙ্গিদের সাথে সোমবার সন্ধ্যে থেকে হওয়া এনকাউন্টার অবশেষে খতম হল। এই অভিযানে সেনা বড়সড় সাফলতা অর্জন করে। সেনা এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করেছে। সোমবার জম্মু কাশ্মীর পুলিশ ত্রাল এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পায়। তারপর সেনা ওই এলাকায় পৌঁছে জঙ্গিদের ঘিরে ফেলে।
Jammu & Kashmir: Encounter underway between security forces and terrorists in Tral. More details awaited. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/e8lu8WCivb
— ANI (@ANI) March 5, 2019
এই অভিযানে সেনার ৪২ রাষ্ট্রীয় রাইফেলস আর সিআরপিএফ এর ১৮০ ব্যাটালিয়ান একসাথে মিলে দুই জঙ্গিকে খতম করে। একদিকে সেনা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, আরেকদিকে সীমান্তে পাকিস্তানের গুলির জবাব ও মোক্ষম ভাবে দিচ্ছে সেনা।
গতকাল পল্লানওয়ালা সেক্টরে পাকিস্তানের গুলিরে জবাবে, ভারতীয় সেনা মোক্ষম জবাব দেয়। এর ফলে পাকিস্তানের সাতটি রেঞ্জার্স খতম হয়, এবং ধ্বংস হয় পাকিস্তানের একধাকিক সেনা ছাউনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2C1dEwE
Bengali News