-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতীয় সেনার জন্য খাজানা ভান্ডার খুলে দিল মোদী সরকার! শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে এক ধাপ এগোলো কেন্দ্র সরকার।

- February 01, 2019

আজ লোকসভায় মোদী সরকার তাদের কার্যক্রমের অন্তিম বাজেট পেশ করেছে। বাজেটের প্রভাব এতটাই কড়া ছিল যে সাংসদরা মোদী মোদী রব তুলতে শুরু করে অন্যদিকে রাহুল গান্ধী সহ বাকি বিরোধিরা বাজেটের অঙ্ক শুনে গালে হাত দিয়ে হতাশ হয়ে পড়েছিল। আজ লোকসভায় বাজেট ঘোষণার নামে নাকি বিরোধিদের উপর সেরজিক্যাল স্ট্রাইক হয়েছে বলেও কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি সমর্থকরা।

পীযুষ গোয়েল ঘোষণা করেন যে ২০১৯-২০ সালে সুরক্ষা খাতে ৩ লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ করা হয়েছে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। সুরক্ষা খাতে ৩০৫২৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পীযুষ গোয়েল বলেন  যদি দেশের সুরক্ষা জন্য আরো অর্থের প্রয়োজন হয় তাহলে আরো অর্থ প্রদান করা হবে। জনগণের সুরক্ষা ও সীমান্ত এ কড়া নজরদারির উপর কোনো কনজুসি করা হবে না বলে জানান তিনি।

প্রানের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় নিযুক্ত সেনাদের সাহসকে স্যালুট জানিয়ে উনাদের ভাতার বৃদ্ধি করেন। গোয়েল বলেন দুর্গম পরিস্থিতিতে সেনা আমাদের রক্ষা করে, সেনা আমাদের গৌরব। ‘ওয়ান রাঙ্ক ওয়ান পেনশন’ যা দীর্ঘ সময়(৪০ বছর)ধরে বিলম্বিত ছিল তা সমাধান করে দেওয়া হয়েছে বলে জানান পীযুষ গোয়েল। উনি বলেন, ২০১৪-১৫ বাজেটে মাত্র ৫০০ কোটি টাকা অবন্ঠিত করা হয়েছিল এর তুলনায় আমরা সৎ ভাবনার সাথে ৩৫,০০০ কোটি টাকা অবন্ঠিত করেছি।

মোদী সরকার দেশের সেনার জন্য খাজানা ভান্ডার খুলে দিয়েছে এবং শক্তিশালী ভারত গড়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছে। একইসাথে মোদী সরকার সেনাদের বোনাস দ্বিগুন করেছে। শুধু এই নয়, গ্রাচুয়াটির রাশি বাড়িয়ে ২০ লক্ষ টাকা করে দিয়েছে। সরকারের এই বাজেটে মূল নজর ছিল গরিব, কৃষক, গ্রাম, সেনার উপর। মনমোহন সিং তার সরকারের আমলে বলেছিলেন যে দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলিমদের। আজ মোদী সরকার অধিকারিকভাবে বলেছেন যে দেশের সম্পদের উপর প্রথম অধিকার গরিবদের।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2sWTJdm
Bengali News
 

Start typing and press Enter to search