প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ কোরিয়া থেকে চীনের উপর চরম কূটনৈতিক চাল দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন কোরিয়ার সফরে আছেন। সেখানে উনি কোরিয়ার কোম্পানি গুলোর মন খুলে প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ওই কোম্পানি গুলোর নাম নিয়ে বলেন, Hyundai, স্যামসাং আর এলজি ইলেকট্রনিক্স সমেত ৬০০ এর থেকে বেশি কোরিয়ার কোম্পানি ভারতে লগ্নি করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আরও কোরিয়ার কোম্পানি গুলোকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছি।

পিএম বলেন, ব্যাবসায়ে যাতে সুবিধা হয় তাঁর জন্য আমরা গত বছরের অক্টোবর মাসে কোরিয়ায় মানুষদের ভিসা অন অ্যারাইভাল এর সুবিধা দিই। পিএম মোদীর এই বয়ান সেই সময় আসে, যখন দেশে পুলওয়ামা হামলার পর চীনা কোম্পানি আর তাঁদের প্রোডাক্ট নিয়ে মানুষ সরব হয়েছে।
মাসুদ আজহারের মামলা নিয়ে দেশের মানুষ চীনের কাজ নিয়ে চরম অসন্তুষ্ট। আর সেই সময় পিএম চীনের যায়গায় কোরিয়ার কোম্পানি গুলোর প্রশংসা করে চীনের চিন্তা বাড়িয়ে তুলেছে। চীনের টেকনলজি কোম্পানি গুলোর প্রতিদ্বন্দি কোরিয়ার স্যামসাং, এলজি এবং অন্য কোম্পানি গুলোকে মানা হয়। আর এর জন্য প্রধানমন্ত্রীর কোরিয়ার কোম্পানি গুলোর প্রশংসা চীনের কপালে ভাঁজ ফেলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত খুব শীঘ্রই পাঁচ হাজার বিলিয়ন ডলার অর্থব্যাবস্থার দেশ হতে চলেছে। ভারত আর কোরিয়া দশটি প্রধান ব্যাবসায়িক দেশের মধ্যে একটি। কোরিয়ার সামগ্রী আমদানির মামলায় ভারত ষষ্ট স্থানে আছে। ২০১৮ তে দুই দেশের মধ্যে ২১.৫ বিলিয়ন ডলারের ব্যাবসা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বর উন্নয়নের জন্য কথাবার্তা আরও দ্রুততর করা হয়েছে, যাতে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। শুধু ব্যাবসাই না, বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। কোরিয়ার ভারতে মোট বিনিয়োগের ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U32D50
Bengali News