পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জওয়ানের জন্য গোটা দেশ এখনো শোক পালন করছে। দেশ জুড়ে সবাই নিজের মত করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। দেশের বিভিন্ন যায়গায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই ক্রমেই হরিদ্বারের রুরকিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল কংগ্রেসের নেতা কর্মীরা। আর সেই অনুষ্ঠান নিয়েই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
উত্তরাখন্ডের রুরকিতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসের নেতা কর্মীরা টাকা ওড়ায়। ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের পুত্র বিরেন্দ্র রাওয়াত। সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানান অনুষ্ঠানে বিরেন্দ্র রাওয়াত এবং কংগ্রেসের কর্মীরা গানের তালে তালে নাচ করতে করতে পয়সা ওড়ান। এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
#WATCH Congress party workers shower currency notes on Congress leader Virendra Rawat (Former Uttarakhand CM Harish Rawat's son), at tribute ceremony in Roorkee organised by the Party for the CRPF soldiers who lost their life in Pulwama terrorist attack. (22 Feb) pic.twitter.com/3NHn8aTCkB
— ANI (@ANI) February 23, 2019
ওই অনুষ্ঠানে কংগ্রেসের নেতারা দেশভক্তির গান না শুনে অন্য গান চালানোর আবেদন করেন। আর সেই গান গুলোতেই তালে তাল মিলিয়ে নেতারা নাচেন এবং পয়সা ওড়ান। ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বিরেন্দ্র রাওয়াতের সাথে কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুশীল রাঠী ও উপস্থিত ছিলেন।
অবাক করা কথা হল, নিজদের কর্মীদের থামানর যায়গায় বিরেন্দ্র সিং রাওয়াত ওদের কাণ্ড দেখে হাসছিল! এই অনুষ্ঠানের আয়োজন শুক্রবার ২২শে ফেব্রুয়ারি করা হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IKBDGr
Bengali News