নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি ও অপরাধ দমনের কাজ জোরসোর দিয়ে চালু হয়েছিল। কিন্তু এই কাজের গতি সেই মুহূর্তে আরো বৃদ্ধি পায় যখন দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথজি বসেন। যোগী রাজে অপরাধীদের অস্তিত সংকটে পড়ে গেছে। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে এত অপরাধীদের এনকাউন্টার করা হয়েছে যে দালাল মিডিয়া ও তথাকথিত বুদ্ধীজীবিরা মানবআধিকারের নামে কেঁদে ভাসিয়েছিল। এরা কেন অপরাধীদের হয়ে মারা কান্না কাঁধে তাও এখন স্পষ্ট হতে শুরু হয়েছে।
সূত্রের খবর, নয়ডাতে ৩ জন্য সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে যারা নান রকম দু নাম্বারি কাজের সাথে লিপ্ত ছিল। এই ৩ সাংবাদিকের সাথে এক SHO কে গ্রেপ্তার করা হয়েছে। এদের থেকে বেআইনি অস্ত্র এবং মার্সিডিজ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এরা সকলেই বেআইনি ধান্দায় লিপ্ত ছিল। এই সাংবাদিকদের থেকে ৮ লক্ষ টাকা ক্যাশ সংগ্রহ করা হয়েছে। শুধু এই নয়, এই সাংবাদিকদের মধ্যে দুজন লোকাল সাংবাদিক এবং ১ জন এবিপি নিউজের সাংবাদিক।
এরা সকলে এক স্থনীয় কল সেন্টার থেকে ৮ লক্ষ টাকা লুটছিল। যে তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম উদিত গোয়েল,সুশীল পণ্ডিত এবং রমন ঠাকুর। এদের সাথে নয়ডা সেক্টর ২০ এর SHO মনোজ পান্তকেউ গ্রেপ্তার করা হয়েছে। এই সাংবাদিকদের থেকে পিস্তলও পাওয়া গেছে বলে সূত্রের খবর। অস্ত্রের শক্তি দেখিয়ে এরা নানান অপরাধ মূলক কাজের সাথে জড়িত থাকতো বলে শঙ্কা করা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মিডিয়ায় অপরাধ মূলক কাজ ধরা পড়েছে তাই মিডিয়া খবরটি গোপন করেছে বলে অভিযোগ উঠেছে। মোদী যোগীর আমলে মিডিয়ার কালো ব্যাবসার উপর লাগাম পড়ে গেছে যার জন্য মিডিয়া দিনরাত মোদী ও যোগীর ভুল ধরার জন্য ব্যাস্ত থাকে বলে মন্তব্য করেছে রাষ্ট্রবাদীরা।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2S7rCHC
Bengali News