২৬ জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবসের দিন বিগত হয়েছে। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন এমন ঘটনা সামনে আসছে যা দেশের মিডিয়া জনগণের থেকে লুকিয়ে রাখার জন্য সমস্থ প্রয়াস করেছে। মধ্যপ্রদেশে কংগ্রেস রাজ আসার সাথে সাথে কট্টরপন্থীরা অক্সিজেন পেয়ে গেছে এবং উৎপাত শুরু করে দিয়েছে। এই কট্টরপন্থীদের ধার্মিক উন্মাদী এবং অপরাধকে লুকিয়ে রেখে শুধুমাত্র এক তরফা এজেন্ডা চালানো ভারতের মিডিয়ার প্রধান কাজ। খবর মধ্যেপ্রদেশের রাজাগহ্বর এলাকার যেখানে ২৬ জানুয়ারি উপলক্ষে কার্যক্রম চলছিল। প্রত্যেক বছরের মতো এ বছরও রাজাগড়ে প্রজাতন্ত্র দিবস পালনের জন্য কার্যক্রম চলছিল। পাৰ্থক্য এটাই ছিল যে এবার সেখানে বিজেপি সরকারের পরিবর্তে কংগ্রেস সরকার ছিল।
মধ্যপ্রদেশে এখন কমলনাথের সরকার রয়েছে যিনি হিন্দুদের দেখে নেওয়ার(“ভোট সম্পন্ন হয়ে গেলে হিন্দুদের দেখে নেব”)কথা বলেছিলেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাচ্চারা ও ছোট ছোট ছেলে মেয়েরা রাষ্ট্রীয় গান ও রাষ্ট্রীয় গীত গাইছিল। যা শুনে স্থানীয় কট্টরপন্থীরা ক্ষেপে উঠে।
কট্টরপন্থীরা রেগে গিয়ে পুরো ভিড় জমা করে এবং কার্যক্রমের অনুষ্ঠানের দিকে ধেয়ে এসে আক্রমন করে দেয়। ছোট বেলা থেকেই ধার্মিক শিক্ষার নামে এই কট্টরপন্থীদের ভিড় জমা করার ট্রেনিং দেওয়া হয়। দেখতে দেখতে কট্টরপন্থীদের বড় ভিড় লাঠি তরোয়াল নিয়ে অনুষ্ঠান মঞ্চের সামনে হাজির হয়ে যায় এবং কিছু বাচ্চার উপর আক্রমনও করে দেয়।
This happened in MP (Rajgarh), Jihadi pissed off by Rahtriya Geet (Vande Mataram), came with a sword and beaten children and this girl
NO NEWS IN MEDIA
MP is suffering now, SIMI people has got oxygen after congress came to power pic.twitter.com/uTTZDvyjNp
— Ravi Singh (@ravisinghTV) January 27, 2019
প্রজাতন্ত্র দিবসের দিন কট্টরপন্থীরা ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কিন্তু দালাল মিডিয়া পুরো ঘটনাকে দাবিয়ে দেয়। মামলাটি রাজগড় এর খুজনের এলাকায় ঘটেছে যেখানে ছোট ছেলে মেয়েরা প্রজাতন্ত্র দিবস পালন করছিল। বাচ্চারা কার্যক্রমে “বন্দেমাতরম” গীত গাইছিল যা শুনে জিহাদি শক্তি জেগে উঠে এবং উৎপাত করতে শুরু করে। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার আসার পর থেকে অনেক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিগত দিনে মধ্যপ্রদেশের সরকার সিমির ২ আতঙ্কবাদীকে ছাড় দিয়েছে। শান্তিপূর্ন মধ্যপ্রদেশ এখন আতঙ্কবাদের দ্বারা আগ্রাসিত হতে শুরু হয়েছে। উপরে কার্যক্রমে উপস্থিত এক বাচ্চা মেয়ের ভিডিও দেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2B9sFfp
Bengali News