-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তৈমুর লং এর বড়ো ফ্যান সাইফ আলী খান, তাই ওটা আমাদের ছেলের নাম রেখেছে: কারিনা কাপুর খান

- November 03, 2020

সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরের নামে নিয়ে বি’তর্ক এখনও অবধি থামার নাম নিচ্ছে না। বলিউড অভিনেতা ও বলিউড অভিনেত্রী কেন তাদের ছেলের নাম একজন ল’ম্পট, হ’ত্যাকারীর নামে রেখেছে তা নিয়ে বিগত ৩ বছর ধরে বিতর্ক চলছে। যদিও তৈমুরের নাম নিয়ে সাইফ আলি খান ও করিনা কাপুর খান ভিন্ন যুক্তি দিয়েছিলেন। তাদের দাবি ছিল, নামে কিছু এসে যায় না এবং তারা এসব কিছু ভেবে চিন্তে তৈমুরের নামকরণ করেননি।

তবে এখন কারিনা কাপুর খানের এক ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে আবারও নামের বি’তর্ক উঠে এসেছে। এই ভিডিওতে কারিনা কাপুর খানকে এক সাংবাদিকের মুখোমুখি বসে থাকতে দেখা যাচ্ছে। সাংবাদিক কারিনা কাপুর খানকে জিজ্ঞাসা করছেন যে তৈমুর নামটা কে দিয়েছে? উত্তরে কারিনা বলছেন- অবশ্যই সাইফ এই নামটা পছন্দ করেছে।

কারিনা কাপুর খান আরো বলেন, সাইফ ইতিহাস ভালোবাসে এবং যো’দ্ধাদের বিষয়ে জানতে সে খুবই ইচ্ছুক। সাইফ অনেক যোদ্ধাদের বিষয়ে পড়েন এবং আমি জানি যে সে মঙ্গোল তৈমুর লং এর একজন বড়ো ফ্যান। সাইফ ছোটো বেলা থেকে এই সমস্ত বিষয়ে পড়েন বলেও জানান কারিনা কাপুর খান।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে প্রথমে সাইফ আলি খানের এক বক্তব্য দেখানো হয়েছে। যেখানে উনি বলেছেন যে তিনি একজন মুসলিম সেই হিসেবে একটা সুন্দর নাম বেছে নিয়েছেন। এক্ষেত্রে উনি কোনো নাম থেকে প্রেরণা নিয়ে ছেলের নাম রাখেননি।

https://platform.twitter.com/widgets.js

সাইফ আলি খানের বক্তব্যের পর ভিডিওতে কারিনা কাপুর খানকে দেখানো হয়েছে। যেখানে কারিনা স্পষ্ট ভাষায় বলেছেন যে মঙ্গোল শা’সক তৈমুর লং এর নাম অনুসারে তাদের ছেলের নাম রাখা হয়েছে। কারণ তৈমুরের বাবা মঙ্গোল শা’সকের বড়ো ফ্যান। প্রসঙ্গত, কারিনা কাপুর খান সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী। তৈমুর ছাড়াও সাইফ আলি খানের দুটি ছেলে মেয়ে রয়েছে। অবশ্য কিছু মাসের মধ্যে তৈমুরের ভাই বা বোন হওয়ার সম্ভবনা রয়েছে। কারণ কারিনা কাপুর খান আবারও গর্ভবতী হয়েছেন।

The post তৈমুর লং এর বড়ো ফ্যান সাইফ আলী খান, তাই ওটা আমাদের ছেলের নাম রেখেছে: কারিনা কাপুর খান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/36dZ03F
Bengali News
 

Start typing and press Enter to search